• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে ‘গোলাগুলিতে’ ২ জন নিহত, অস্ত্র ও মাদক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৮, ১০:০৬

কক্সবাজারের হিমছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম এনামুল হক (৩৩)। তিনি চাঁদপুর জেলার কচুয়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল আরটিভি অনলাইনকে বলেন, বৃহস্পতিবার ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সাড়ে চারটার দিকে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি প্রাইভেটকার যাচ্ছিল। প্রাইভেটকারটিকে গতিরোধ করার জন্য সিগন্যাল দেয়া হলে গাড়ির ভেতর থাকা আরোহীরা র‌্যাব-বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই জন আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গাড়িটি তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
X
Fresh