• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্ত হয়ে ভারত থেকে দেশে ফিরলো পাচারের শিকার ৪ কিশোর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৮ জুলাই ২০১৮, ১৭:২০

আইনি প্রক্রিয়া শেষে পাচারের শিকার বাংলাদেশি ৪ কিশোরকে ফেরত দিয়েছে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ।

আজ বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতে তারা প্রায় দুই বছর ধরে আটক ছিল। পরে ওই ৪ কিশোরকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়।

ফিরে আসা কিশোররা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নান্নু মিয়ার ছেলে শাহ জামাল, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বেলাল হোসেনের ছেলে সাগর হোসেন ও আনোয়ার হোসেনের ছেলে ইমন ইসলাম এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অহিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম।
--------------------------------------------------------
আরও পড়ুন : রাইফার মৃত্যু: ৪ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার
--------------------------------------------------------

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব উদ্দীন আরটিভি অনলাইনকে জানান, এই কিশোরদের হিলি ও পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়েছিল। এসময় তাদের কাছে পাসপোর্ট না থাকায় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। ১৮ বছরের কম বয়স হওয়ায় তাদের জেল-হাজতের পরিবর্তে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক রাখা হয়।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh