• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে ৪৫ লাখ টাকার ইয়াবাসহ ৩ আনসার সদস্য আটক

সীতাকুণ্ড প্রতিনিধি

  ১৭ জুলাই ২০১৮, ১৭:৪৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারি এলাকা থেকে ১৫ হাজার ইয়াবাসহ আনসার বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশ। মঙ্গলবার তিন আনসার সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আজিজুর রহমান (২৫), মো. নুরুল ইসলাম রনি (২০), মো. জসিম উদ্দিন (২৪)। তারা সকলেই কক্সবাজারের সদর থানার বাসিন্দা।

গ্রেপ্তার তিনজন আনসার বাহিনীর বিশেষ সদস্য বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
ওসি বলেন, নুরুল ইসলাম চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কর্মরত। অন্য দু’জন তালিকাভুক্ত আনসার সদস্য।

তিনি আরও বলেন, গ্রেপ্তার তিনজন প্রত্যেকে পাঁচ হাজার ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিভিন্ন কৌশলে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে তারা ভাটিয়ারি বাজারে এসে ঢাকাগামী বাসের জন্য যাত্রীছাউনিতে অপেক্ষা করছিলেন। এসময় সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক দাম ৪৫ লাখ টাকা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
X
Fresh