• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি

  ১৭ জুলাই ২০১৮, ১৩:৩২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌর নদীর ইল্লা নামক স্থানে বিকল্প বেইলি ব্রিজ ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাতটায় এই ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়া জানান, ইল্লা নামক স্থানে ব্রিজের কাজ চলছিল। যান চলাচল সচল রাখার জন্য সেখানে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। এই বেইলি ব্রিজ দিয়েই ঢাকা-বরিশাল মহাসড়কের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করতো।

মঙ্গলবার সকালে একটি বালুবাহী ট্রাক বেইলি ব্রিজটি পার হওয়ার সময় ভেঙে পড়ে। এতে করে বরিশাল-ঢাকা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প পথে পয়সার হাট-আগৈলঝাগড়া হয়ে কিছু যান চলাচল করছে বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনায় গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানরুল ইসলাম মনির সত্যতা স্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটাকে উঠানোর চেষ্টা করছি। ঘটনাস্থলে রোডস অ্যান্ড হাইওয়ের এক্সইএন ঘটনাস্থলে এসেছেন। এটি সচল করতে ৪/৫ ঘণ্টা সময় লাগবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh