• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে বিএনপি প্রার্থীর প্রচারণায় ককটেল হামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ১৭ জুলাই ২০১৮, ১২:৫৩

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেনের প্রচারণায় ককটেল হামলা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য ও স্থানীয় দোকানি স্বপন কুমার দাস আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর সাগরপাড়া মোড়ে মেয়র প্রার্থী বুলবুলের নির্বাচনী পথসভা চলছিল। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

এসময় মোটরসাইকেল আরোহী তিন যুবক পথসভার পাশে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে পথসভা পণ্ড হয়ে যায়। ককটেলের স্পিন্টারের আঘাতে সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য ও দোকানি স্বপন কুমার দাস আহত হন। পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই ষড়যন্ত্র শুরু করেছে তারা। এ হামলা আওয়ামী লীগের লোকজন চালিয়েছে বলে অভিযোগ করেছেন দুলু।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
X
Fresh