• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার: মামলা, আটক ২

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৬ জুলাই ২০১৮, ১৩:৫৭
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে নিজ বাড়ির পানির ট্যাংক থেকে মা ও মেয়েকে হত্যার ঘটনায় এক স্বজনসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলাও দায়ের হয়েছে।

গতকাল রোববার রাতেই সন্দেহভাজন হিসাবে তাদের আটক করা হয়।

নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, রোববার রাতে নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, নিহত মেহেরুন্নেসার নামে থাকা জায়গাসহ চারতলা ভবনটি দখল নেয়ার জন্য মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত মেহেরুন্নেসার মেজো বোনের ছেলে মুশফিকুর রহমান এবং তার দোকানের কর্মচারী ইমনকে আটক করা হয়েছে। থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার দুপুরে পুলিশ নগরীর খুলশী থানার আমবাগান আটার মিল এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে মা মনোয়ারা বেগম (৯৫) এবং তার মেয়ে মেহেরুন্নেসার বেগমের (৬৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় পুলিশ জানায়, মাকে শ্বাসরোধ এবং মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh