• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ পলাতক আসামি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

  ১৬ জুলাই ২০১৮, ১১:১৬

ময়মনসিংহ সদর উপজেলার শহরতলীতে আহসান উল্লাহ খান নোমান নামের এক পলাতক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত নোমান নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। নোমান নগরীর সেনবাড়ী এলাকার মঞ্জুরুল হক খানের ছেলে।

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নোমানের বিরুদ্ধে মাদকসহ ১৪টি মামলা রয়েছে। তিনি পুলিশের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ৪ জনের
--------------------------------------------------------

তিনি জানান, গোপন সংবাদে জানা যায় ওয়ারেন্টভুক্ত আসামি নোমান উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকায় অবস্থান করছে। তখন পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় নোমানের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথাড়ি গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় নোমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় কোতোয়ালী মডেল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র দুটি চাপতি, একটি চাইনিজ ছুড়ি ও ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh