• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ভৈরব প্রতিনিধি

  ১৫ জুলাই ২০১৮, ১৪:২০

কিশোরগঞ্জের ভৈরবে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সিদ্দিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও অন্তত অর্ধশতাধিক লোকজন।

রোববার সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেহেন্দিপুরের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সাদেকপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হকের সমর্থকদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে রোববার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাবেক চেয়ারম্যানের সমর্থক সিদ্দিক মিয়া প্রতিপক্ষের নিক্ষেপ করা টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। ফলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh