• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাইসমিলে বয়লার বিস্ফোরণে প্রাণ গেলো দুই শ্রমিকের

জামালপুর প্রতিনিধি

  ১৫ জুলাই ২০১৮, ১২:২২

জামালপুরের মেলান্দহে রাইসমিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দু’জন।

রোববার সকাল ১০টার দিকে মেলান্দহের বঘাডুবা গ্রামের মেসার্স কেয়া অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন বাঘাডুবা গ্রামের মিন্টু (৩৫) ও পার্শ্ববর্তী শেরপুর জেলা সদরের আব্দুল করিম (৪৫)।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে বাঘাডুবার মেসার্স কেয়া অটোরাইস মিলের একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কর্মরত দুই শ্রমিক মারা যান। এসময় আহত হন আরও দু’জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে কেয়া অটোরাইস মিলের মালিক আবুল কালাম পলাতক রয়েছেন।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
X
Fresh