• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাওনা টাকা নিতে এসে যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

  ১৪ জুলাই ২০১৮, ১৬:২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাইতে এসে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় পাওনাদারের বাড়ির সামনে থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুর রহমান মানু। তিনি উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামের মৃত আইজ আলীর ছেলে।

হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাড়ির আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ভস্মীভূত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মানিকগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
--------------------------------------------------------

নিহত মানু মিয়ার স্বজনরা জানান, মানু মিয়ার কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারের মোজাফ্ফর রহমানের ছেলে ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান পাঁচ লাখ ৬৫ হাজার টাকা নেন। এরপর থেকে মশিউর চাকরি না দিয়ে টালবাহানা শুরু করেন। এ ব্যাপারে একাধিকবার সালিশি বৈঠক হলে মানুকে এক লাখ টাকা ফেরত দেয়া হয়।

গতকাল শুক্রবার বাকি টাকা দেয়ার কথা বলে পাওনার স্বপক্ষে যাবতীয় কাগজপত্রসহ মানুকে সন্ধ্যায় মশিউরের বাড়িতে ডেকে আনা হয়। এরপর রাতে বাড়ি ফিরে না এলে মানুর স্বজনরা তাকে খুঁজতে গিয়ে মশিউরের বাড়ির সামনে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মানুর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, পাওনা টাকার দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড না অন্য কোনও ঘটনা আছে তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh