• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভোমরা স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৪ জুলাই ২০১৮, ১৫:৫৩

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর পরাজিতরা দায়িত্ব হস্তান্তর না করার জেরে আজ শনিবার সকালে বিজয়ীরা জোরপূর্বক দখলে নিয়েছে। এসময় সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ৫ জন আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ শরিফুল আলম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুড়ান কমিটির আনারুল ইসলাম ও নতুন কমিটির সভাপতি এরশাদ আলী, সেক্রেটারি ইমাম হোসেন সহযোগী আব্দুর রহিম ও আজিজুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন নতুন কমিটির নিয়ন্ত্রণে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। বন্দরের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh