• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ৫ দিন পর দুই স্কুলছাত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৮, ১৪:০০

নিখোঁজের ৫ দিন পর যমুনা সেতুর পূর্বপাড় থানা এলাকা থেকে নাটোরের গুরুদাসপুরের দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর তাদের গুরুদাসপুর থানায় নিয়ে এসে শুক্রবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এরা হলেন উপজেলার খামারপাথুরিয়া গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ হোসেন (১০) ও একই এলাকার আলিমুদ্দিন হোসেনের ছেলে বাবু হোসেন (১৩)।

--------------------------------------------------------
আরও পড়ুন : ক্যাম্প থেকে ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গাসহ দুজনের মৃতদেহ উদ্ধার
--------------------------------------------------------

এদের মধ্যে সোহাগ হোসেন ৫৬ নম্বর খামার পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও বাবু হোসেন মৌখারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ছেলে দুইটি প্রচণ্ড রকমের চঞ্চল প্রকৃতির। তারা গত শনিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে যমুনা সেতু পর্যন্ত যায়। পরে সেখান থেকে নৌকায় করে নদী পার হয়ে ওপারে যায়। সেখানে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে যমুনা সেতুর পূর্ব থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পরে থানা পুলিশ জানতে পারে ছেলে দুইটি নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে। এরপর পুলিশ গুরুদাসপুর থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।

শুক্রবার সকালে ওই দুই ছাত্রের পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় ডেকে এনে তাদের কাছে ছেলেদের হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
X
Fresh