• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৮, ১১:১৬

খাগড়াছড়ির আলুটিলার সেগুন বাগান এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা পর্যটন এলাকার পাশেই এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম জ্ঞানেন্দু চাকমা (৪০)। সে প্রসীত বিকাশ চাকমা নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাটিরাঙা থানা পুলিশ।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আরটিভি অনলাইনকে জানান, আলুটিলা পর্যটন এলাকায় গুলাগুলির শব্দ শুনে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জ্ঞানেন্দু চাকমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলেও জানায় পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদাত হোসেন টিটু আরটিভি অনলাইনকে জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশে একটি তাজা গুলির খোসাসহ এক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র পাওয়া গেছে।

এদিকে, ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস(এমএন লারমা) গ্রুপকে দায়ী করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
X
Fresh