• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৮, ০৮:৫১

বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ ১০ মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যাবসায়ী কাওসার মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার রাত আটটার দিকে আমতলী পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

কাওসার আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মো. আজহার ডিলারের ছেলে। তার নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার এডি মো. হাসান আলী আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে কাওসারকে আটক করে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরে তার শরীর তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাওসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মো. হাসান আলী। মামলা দায়েরের পর কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
X
Fresh