• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাভারে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

সাভার প্রতিনিধি

  ০৮ জুলাই ২০১৮, ১১:২৫

সাভারের আশুলিয়ায় কর্তব্যরত অবস্থায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ৭ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টস এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল এর নাম উইলিয়াম মার্টি। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১-এ কর্মরত ছিল। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাভারে দুর্ধর্ষ ডাকাতি, বাধা দেয়ায় ধর্ষণ
--------------------------------------------------------

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দায়িত্ব পালনকালে শিল্প পুলিশের ওই কনস্টেবলকে আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এসময় গুরুতর অবস্থায় অন্য পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

এ বিষয়ে শিল্প পুলিশ ১-এর পরিচালক শানা শামিনুর রহমান বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
X
Fresh