• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফের আটকে গেলো মেহেরপুর পৌরসভা নির্বাচন

আরটিভি অনলাইন রিপোর্ট, মেহেরপুর

  ০৯ নভেম্বর ২০১৬, ১৭:১০

সীমানা জটিলতায় তৃতীয়বারের মতো আটকে গেলো মেহেরপুর পৌরসভা নির্বাচন। এতে ক্ষুব্ধ স্থানীয় ভোটাররা। বারবার তফসিল স্থগিতের পেছনে বর্তমান মেয়রের হাত আছে অভিযোগ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক অনেক প্রার্থীর। দ্রুত নির্বাচন দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

১৯৬৯ সালে গঠিত হবার পর ২০০১ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় মেহেরপুর। ১৯৯৯ সালে হয় সবশেষ নির্বাচন। গেলো ১৬ বছরে ৩ বার এ নির্বাচনের তফশিল ঘোষিত হলেও সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত হয়ে যায়। সবশেষ ২৭ সেপ্টেম্বর ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মনোনয়নপত্র দাখিল করলেও হাইকোর্টের নিষেধাজ্ঞায় তাও স্থগিত হয়ে যায়।

জানা যায়, ১৯৯৯ সাল থেকেই পৌর মেয়রের দায়িত্বে আছেন মোতাচ্ছিম বিল্লাহ। মামলার বেড়াজালে নির্বাচন স্থগিতের পেছনে তার হাত আছে অভিযোগ প্রার্থী ভোটারদের।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh