• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফরিদপুরে ১৬ ও সিলেটে ১২ ফুট লম্বা অজগর লোকালয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুলাই ২০১৮, ১৮:৫০

ফরিদপুরের মধুখালী ও সিলেটের লোকালয়ে দুটি অজগর ধরা পড়েছে।

শনিবার ভোরে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামে ১৬ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের বিশালাকৃতির অজগর সাপটি ধরেছে স্থানীয় জনতা। অজগর সাপটি একটি খাঁচায় আটক রাখা হয়েছে।

অজগর সাপ আটকের খবরে সেটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক আকরাম হোসেনের বাড়িতে কয়েকশ’ মানুষ ভিড় করছে। তবে বিশালাকৃতির এ অজগর সাপটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছে না।

ওই গ্রামের কৃষক আকরাম হোসেন জানান, শনিবার ভোরে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে একটি বাগানের পাশের রাস্তার ওপর অজগর সাপটি দেখতে পাই। পরে লোকজন ডেকে সাপটি বস্তায় ভরে বাড়িতে নিয়ে একটি কাঠের খাঁচায় আটকে রাখি। সকালে খবর পেয়ে সাপটি দেখার জন্য লোকজন ভিড় করছেন।