• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের বিদায়ে ছয় টাকার দুধ চা ৩ টাকা!

নাটোর প্রতিনিধি

  ০৭ জুলাই ২০১৮, ১৭:৫০

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বিদায় নেয়ায় নাটোরের বাগাতিপাড়ায় দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা দলের সমর্থক এক চা বিক্রেতা ব্যতিক্রমী কায়দায় আনন্দ প্রকাশ করেছেন। চা বিক্রেতা বাবর আলী ছয় টাকা কাপ দুধ চা ৩ টাকায় বিক্রি করেছেন।

শনিবার স্থানীয় সাংবাদিক ফজলে রাব্বি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারে ‘বাবর আলী’র চায়ের দোকানে ছয় টাকার দুধ চা মাত্র তিন টাকা করে বিক্রয় করছেন।

শনিবার সকাল ১০টা থেকে একটা পর্যন্ত তিনি এ দামে চা বিক্রি করেন। বিষয়টি জানার পর বহু লোক হাফ দামে চা পান করতে আসেন তার দোকানে। তবে দুপুর একটার পর তিনি আর তিন টাকায় চা বিক্রি করেননি।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দিনগত রাতে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে ব্রাজিল-বেলজিয়াম। এদিন ভক্তদের কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলের আত্মঘাতী গোল ও ডি ব্রুইনের নৈপুণ্যে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম।

পুরো খেলায় ব্রাজিল অনেক সুযোগ পেলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তিতের শিষ্যদের।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh