• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই বছরেও দাখিল হয়নি শোলাকিয়া জঙ্গি হামলার অভিযোগপত্র

তানভীর হায়দার

  ০৬ জুলাই ২০১৮, ১৯:৪৩

২০১৬ সালে ঈদ-উল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার দুই বছরেও অভিযোগপত্র দাখিল করতে পারেনি পুলিশ।

মামলাটির তদন্ত শেষপর্যায়ে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। তিনি বলেন, গুরুত্ব সহকারে মামলাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। যথেষ্ট অগ্রগতি হয়েছে। দ্রুতই অভিযোগপত্র দাখিল করা হবে।

কিশোরগঞ্জ জজকোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজাল আরটিভি অনলাইনকে বলেন, দুই পুলিশ সদস্য জীবন দিয়ে এই হামলা প্রতিহত করেছে। জঙ্গিরা শোলাকিয়া মাঠ পর্যন্ত যেতে পারলে অনেক মানুষ নিহত হতো।

উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে সংঘটিত এই হামলায় জহিরুল ইসলাম ও আনছারুল হক নামের দুই পুলিশ কনস্টেবল, স্থানীয় গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক এবং আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন।

পুলিশের গুলিতে আহত আরেক জঙ্গি শফিকুল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শেষে কিশোরগঞ্জে আসার পথে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

জঙ্গি হামলায় নিহত ঝর্ণা রানীর স্বামী গৌরাঙ্গ নাথ ভৌমিক এবং ছোট ছেলে শুভ নাথ ভৌমিক আরটিভি অনলাইনকে জানান, তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি চান।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
অষ্টগ্রামে ইমাম হাসান (রা.)-এর জন্মবার্ষিকী পালিত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
মৌসুমের শুরুতে যেখানে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের রেকর্ড
X
Fresh