• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমনিরহাট সংবাদদাতা

  ০৬ জুলাই ২০১৮, ১৪:৪৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের গুলিতে আহত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতল কদমতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর নাম জহুরুল ইসলাম (৪০)। তিনি ওই এলাকার আদুপাড়া লতাবর গ্রামের ইউসুপ আলীর ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন : দেশের ১০ পয়েন্টে পানি বিপদসীমার উপরে
--------------------------------------------------------

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পাঁচটি মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী জহুরুল মাদকের চালান পার করছে-এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতল কদমতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় এসআই বাদল ও এসআই নুরুল ৭-৮ জন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তারা পুলিশের ওপর উল্টো আক্রমণ করে। এসময় পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী জহুরুলের ডান পায়ে গুলি লাগে। পরে তাকে পাঁচ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। বাকি মাদক কারবারীরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আক্রমণে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজু মিয়া ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জহুরুলকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh