• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

সাভার প্রতিনিধি

  ০৬ জুলাই ২০১৮, ১৩:৩০

সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় মমতাজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আশুলিয়ার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাইলি বেগম (৩২)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবুল কাসেমের স্ত্রী।

ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক, নার্স ও আয়া পলাতক রয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : বাস ও প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
--------------------------------------------------------

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে টনসিলজনিত সমস্যা নিয়ে লাইলি বেগমকে মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশন চলাকালে ওই রোগীর মৃত্যু হয়।

ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির কাউকেই পাওয়া যায়নি। এসময় নিহতের স্বজনরা আশুলিয়া থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল বলেন, রাতে ভুল চিকিৎসায় রুগীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
X
Fresh