• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কেরানীগঞ্জে খালে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

  ০৬ জুলাই ২০১৮, ১২:৩৪

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় একটি খালে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিফাত নামের ওই শিক্ষার্থীর মরদেহ খালের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী জিহাদের মরদেহ এখনও উদ্ধার হয়নি।

সিফাত বাঘৈর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ও জিহাদ অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সিফাতের বাবার নাম মো. মফিজুল ইসলাম ও জিহাদের বাবার নাম মো. ইমান আলী। তাদের দুইজনেরই বাড়ি বাঘৈর গ্রামে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাস ও প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
--------------------------------------------------------

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি এসে সিফাত, জিহাদ ও জুনাইদ এই তিন বন্ধু রাজেন্দ্রপুর খালে গোসল করতে নামে। এসময় জুনাইদ পানি থেকে উপরে উঠতে পারলেও সিফাত ও জিহাদ পানিতে তলিয়ে যায়।

এসময় জুনাইদ চিৎকার করলে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধারের জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ ও ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিফাতের মরদেহ খালের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়। তবে জিহাদের মরদেহ এখনও উদ্ধার হয়নি।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
X
Fresh