• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে অনুপ্রবেশকারী ৪ নারীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল সংবাদদাতা

  ০৬ জুলাই ২০১৮, ০৮:৫৩

ভারতে অবৈধ অনুপ্রবেশকারী চার বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছেন ভারত পুলিশ।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন, টাঙ্গাইলের জোছনা (২৫), যশোরের শরিফা (২৬), রংপুরের সুমি আক্তার দিপা (২৩) ও ঢাকার রিনা (২১)।

জানা যায়, ভালো কাজের প্রলোভনে পাঁচ বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে তারা সীমান্ত পথে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে।

সেখান থেকে ভারতের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই দীর্ঘ সময় লেগে যায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ফেরত আসা নারীদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

আরও পড়ুন :

নড়াইলে পাটক্ষেতে যুবকের লাশ

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, অতঃপর...
X
Fresh