• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ৩ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১৬:১৬

নিখোঁজের ৩ দিন পর শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ফজলু মাদবর কান্দি গ্রামের ভ্যানচালক খলিল ফকিরের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় বিকেনগর বিলের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক খলিল ফকির মাদবর কান্দি গ্রামের আয়নাল ফকিরের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন : হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু
--------------------------------------------------------

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় বিকেনগর বিলে এক কৃষক ঘাস কাটতে গিয়ে খলিল ফকিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথার পেছনে ও কানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিহত ভ্যানচালকের স্ত্রী রসমালা আরটিভি অনলাইনকে বলেন, আমার স্বামী খলিল ফকির সোমবার সকালে ভ্যান নিয়ে বের হন। ওইদিন রাত অনুমান ১২টায় আমার সঙ্গে তার শেষ কথা হয়। তখন সে শিবচর আছে বলে আমাকে জানায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সন্ধ্যায় তার মরদেহ বিকেনগর বিলের ধারে লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। রসমালা স্বামী হত্যার বিচার চান।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh