• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অপহরণের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

  ০৫ জুলাই ২০১৮, ১২:৩২

সাভারের হেমায়েতপুর থেকে অপহরণের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় শুভ ও নাসির নামে দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার মধ্যরাতে সিংগাইর ব্রিজের নিচে আটক ওই দুই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী একটি ব্যাগের ভেতর থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম জয়ন্ত (৩)। সে হেমায়েতপুরের কাঁঠালতলা এলাকার আউয়াল হোসেনের বাড়ির ভাড়াটিয়া সনুর ছেলে।

---------------------------------------------------
আরও পড়ুন : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট
---------------------------------------------------

পুলিশ জানায়, গেল ১ জুলাই দুপুরে হেমায়েতপুরের কাঁঠালতলা এলাকার আউয়াল হোসেনের বাড়ির ভাড়াটিয়া শুভ ও নাসির ওই বাড়ির অপর ভাড়াটিয়া সনুর তিন বছরের ছেলে জয়ন্তকে অপহরণ করে। পরে তারা জয়ন্তের পরিবারের কাছে মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় জয়ন্তের বাবা বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা পাঠান এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকা থেকে নাসির ও শুভকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা জয়ন্তকে হত্যার পর মরদেহ ব্যাগে ভরে সিংগাইর ব্রিজের নিচে ফেলে দেয়ার কথা স্বীকার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন :

গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ২, আহত ৮

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
X
Fresh