• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপদসীমার ওপরে মুহুরী নদীর পানি, প্লাবিত ৫ গ্রাম

ফেনী প্রতিনিধি

  ০৪ জুলাই ২০১৮, ১১:৫০

পাহাড়ি ঢলে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি। এদিকে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ১৯টি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে দুই উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম মঙ্গলবার (৩ জুলাই) জানান, মুহুরী নদীতে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত মাসে দুই দফা ভাঙনের কবলে পড়ে তীরবর্তী এলাকা।

জানা গেছে, চিথলীয়ার রতনপুর, রামপুর ও দুর্গাপুর এবং ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদদীন মুরাদ জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হবে।