• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪

ফেনী প্রতিনিধি

  ০৩ জুলাই ২০১৮, ১৫:৪০

জেলার সোনাগাজী উপজেলায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরএলাহী গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন চরডুব্বা গ্রামের আনোয়ার হোসেন, শেখ রাসেল, চরএলাহী গ্রামের ওমর ফারুক ও ফারুক হোসেন। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর চরডুব্বা গ্রামের আনোয়ার হোসেন ও শেখ রাসেলের নেতৃত্বে ব্রাজিল সমর্থকরা মিছিল বের করে। মিছিলটি চরএলাহী গ্রামের দিকে গেলে আর্জেন্টিনার সমর্থক আবুল কাসেমের ছেলে ওমর ফারুক এবং আবুল খায়েরের ছেলে ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন হামলা করে।

এসময় ব্রাজিল সমর্থক আনোয়ার হোসেন ও শেখ রাসেলকে পিটিয়ে আহত করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে চরডুব্বা গ্রামের ব্রাজিল সমর্থকরা জড়ো হয়ে আর্জেন্টিনা সমর্থক ওমর ফারুক ও ফারুক হোসেনকে ধাওয়া করে ধরে পিটিয়ে আহত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রামের মানুষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের সমর্থকরা মুহুর্মুহু বাজি ফোটাতে থাকেন। এতে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
পুকুরে গোসল করা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
গোপালগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে আহত ২, আটক ২
X
Fresh