• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি

  ০৩ জুলাই ২০১৮, ১৪:৫০
ফাইল ছবি

বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া এলাকায় ব্রিজ পানির নিচে তলিয়ে গেলে বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রুমা সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ে মাটি ধসে সড়কের ওপর পড়লে রুমা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়াও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে বান্দরবানে পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম প্রতিমা রাণী দাশ (৫০)। ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি ধসে বাড়ির ওপর পড়লে এতে বাড়িতে থাকা প্রতিমা রানী মাটি চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।