• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চরফ্যাশনে স্কুলছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ

ভোলা প্রতিনিধি

  ০২ জুলাই ২০১৮, ১৯:৫৬

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভুষণে অষ্টম শ্রেণির ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করার ঘটনায় চারজন ছাত্রকে আটক করা হয়েছে।

আহত ওই ছাত্রীর নাম মোসাম্মৎ আয়শা। সে শশিভূষন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আয়শার বাবা মো. বাবুল ও মা রশিদা বেগম জানান, আয়শা প্রতিদিনের মতো পড়ালেখা করে রাত ১২টায় চাচার একতলা বিল্ডিংয়ে ৭৮ বছর বয়সী দাদি আফরোজা বেগমের সঙ্গে ঘুমাতে যায়।

রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার দিকে জ্বলে পুড়ে যাচ্ছে বলে চিৎকার দিয়ে ওঠে আয়শা। পরে তাকে প্রথমে শশিভুষণ হাসপাতালে পরে চরফ্যাশন হাসপাতালে এনে ভর্তি করা হয়।

শশিভূষন থানার ওসি হানিফ সিকদার আরটিভি অনলাইনকে জানান, আয়শার গায়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়। এতে তার ডান গাল ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটকে অভিযানে নামেন।

তিনি জানান, আটক চারজনের মধ্যে একই স্কুল ছাত্র রয়েছে দুজন। অপর দুজনের একজন কলেজে অপর জন অন্য স্কুলের ছাত্র। এরাই বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
X
Fresh