• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

লালমনিরহাট প্রতিনিধি

  ০২ জুলাই ২০১৮, ১৯:১৯

গেল ১২ ঘণ্টায় লালমনিরহাটে প্রধান দুই নদী তিস্তা ও ধরলাসহ বারোটি নদীর পানি বৃদ্ধি হ্রাস পেলেও অপরিবর্তিত রয়েছে সার্বিক বন্যা পরিস্থিতি।

সোমবার তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উজানের ঢল অব্যাহত থাকায় নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে।

এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বন্যার কারণে নদী তীরবর্তী এলাকার বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া পাট, ভূট্টা, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে উজানের ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি সার্বিক অপরিবর্তিত রয়েছে। উজানে ভারত থেকে পানি নেমে না আসলে আগামী দুইদিনের মধ্যে জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

জেবি/ এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তি পাওয়ায় নাবিকদের বাড়িতে খুশির বন্যা
শততম ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
X
Fresh