• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন যাচাই-বাছাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০২ জুলাই ২০১৮, ১৬:১৫

রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনের মনোনয়নপত্র গেল ২৮ জুন জমা দিয়েছেন প্রার্থীরা। এই মনোনয়নপত্র আজ সোমবার দ্বিতীয় দিনের মতো যাচাই-বাছাই চলছে।

রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া এই যাচাই-বাছাই বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

আজ সোমবার সকালে ১৬৯ জন সাধারণ কাউন্সিলদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করে। এদের মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী নাসিম হাসান ঠিকাদারি করায় আর ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান ইজারাদার হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। ফলে সাধারণ কাউন্সিলর পদে ২৬৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণ করেন রিটার্নিং অফিস। এছাড়াও ৫২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলদের যাচাই-বাছাই শেষে ৫২ জন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেন। মোট মেয়রসহ ২২৪ জনের যাচাই-বাছাই শেষ হয়েছে।

এদিকে, গতকাল যাচাই-বাছাইয়ে মেয়র পদে ছয়জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। সমর্থনকারী পাঁচজনরে মধ্যে একজন ভুয়া ভোটার হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি পাঁচজনের প্রার্থিতা বহাল রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
রাজশাহীতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে 
রাজশাহীতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু  
X
Fresh