• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাইফার মৃত্যুতে গঠিত তদন্ত কমিটির কাজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ব্যুরো

  ০১ জুলাই ২০১৮, ২০:০৬

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফা খানের মৃত্যুর অভিযোগ তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি।

রোববার আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিক।

তিনি বলেন, তদন্তের কাজ শুরু হয়েছে। আমাদের হাতে পাঁচদিন সময় আছে। আমরা সবার সঙ্গে কথা বলে সত্যটা তুলে ধরবো। ইতোমধ্যে ম্যাক্স হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্ট এবং রাইফার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা।

--------------------------------------------------------------------------
আরও পড়ুন : বগুড়ায় আটক দুই জেএমবি সদস্য তিন দিনের রিমান্ডে
---------------------------------------------------------------------------

এদিন সকালে রাইফার বাবা সাংবাদিক রুবেল খান তদন্ত কমিটিকে বলেন, ইনজেকশন পুশ করা মাত্রই মেয়েটা ছটফট করতে থাকে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রতিটি পদে তার চিকিৎসার বিষয়টি অবহেলা করেছেন।

অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই রাইফার মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এমন অ্যান্টিবায়োটিক পুশ করেছে, যা আমার মেয়ে সহ্য করতে পারেনি। এর আগে মহানগরের অনেক প্রাইভেট হাসপাতালে অনেক বাবা-মায়ের বুক খালি হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিনগত রাতে গলা ব্যথার সমস্যা নিয়ে শিশু রাইফাকে ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়। তবে চিকিৎসক ভুল ইনজেকশন পুশ করায় তার শারীরিক অবনতি ঘটে বলে অভিযোগ রাইফার পরিবারের। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আড়াই বছরের শিশু রাইফা।

এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. দেবাশীষকে আটক করা হয়। ভুল ইনজেকশন পুশ করার কারণে রাইফার মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স।

আরও পড়ুন :

গোপালগঞ্জে ইটভাটার মালিককে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালনে পুলিশের বাধা

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh