• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় অস্ত্র-গুলিসহ জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

  ০১ জুলাই ২০১৮, ১৫:১৯

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জেএমবি’র সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থাকা ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। পুলিশ হেডকোয়াটারের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশের একটি দল এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ছোটচক গ্রামের রুবেল হোসেন (২৭) ও একই এলাকার পারচোকা গ্রামের আব্দুল বারি (৩২)।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী আরটিভি অনলাইনকে জানান, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হেডকোয়াটার এর ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় বগুড়ার আদমদীঘি উপজেলার পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh