• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সিলেট সিটিতে বিএনপিকেই ছাড় দিচ্ছে না বিএনপি

রাজ্জাক রুনু, সিলেট

  ৩০ জুন ২০১৮, ১৪:৫১

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি থেকে মনোনয়ন পেলেও এখনও বেকায়দায় রয়েছেন আরিফুল হক চৌধুরী। দলের বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম ও জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের তাকে ছাড় দিচ্ছেন না কিছুতেই। সেলিম স্বতন্ত্র এবং জুবায়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন নাগরিক ফোরামের ব্যানারে।

বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, দল আরিফুলকে মনোনয়ন দিলেও এখানকার নেতাকর্মীরা আমাকেই মেয়র পদে দেখতে চান। ঢাকার গুলশান অফিসে বিএনপির কেন্দ্রীয় নেতারা যখন সিলেটে মেয়র পদে আরিফুলের নাম ঘোষণা করেন তখনই আমি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছি।

--------------------------------------------------------
আরও পড়ুন : কুষ্টিয়ায় ছাত্রদল-বিএনপির ৩৪ নেতাকর্মী আটক, ২৩ ককটেল উদ্ধার
--------------------------------------------------------

সেলিম আরও জানান, নেতাকর্মীদের চাপের মুখে মনোনয়নপত্র জমা দিতে বাধ্য হয়েছেন তিনি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে তার সঙ্গেই থাকবেন বলে দাবি তার। তার মতে আরিফুলের সঙ্গে সিলেট বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্ক নেই। গত পাঁচ বছর তিনি সিলেটের মেয়র ছিলেন, কিন্তু দলের নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন ছিলেন।