• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ছাত্রদল-বিএনপির ৩৪ নেতাকর্মী আটক, ২৩ ককটেল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩০ জুন ২০১৮, ১২:৫১

কুষ্টিয়ায় নাশকতার আশঙ্কায় নব গঠিত জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাধারণ সম্পাদক এস আর শিপনসহ ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া শহরের থানামোড়ে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’র সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবী সেসময় ২৩টি ককটেল উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান আরটিভি অনলাইনকে জানান, বিএনপি নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর বাড়িতে বিএনপি’র বেশ কিছু নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২৩ ককটেল।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিবৃতিতে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর বাড়িতে নব গঠিত ছাত্রদলের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত করতে গেলে পুলিশ তাদেরকে আটক করে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
X
Fresh