• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৯ জুন ২০১৮, ২১:৪৯

ময়মনসিংহ জেলার ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই যাত্রী মারা গেছেন। এসময় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। সাইনবোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এসময় বাসটি একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে এনা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে আসছিল। সাইনবোর্ড এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh