• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

পাবনা প্রতিনিধি

  ২৮ জুন ২০১৮, ১৬:২৭

পাবনার চাটমোহরে শিশু আবদুল্লাহ আল নুর (৪) হত্যার দায়ে একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এই রায় দেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি হলেন চৌধুরী পাড়ার নজরুল ইসলাম বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডিত আসামি হলেন শিশুর ফুফা নতুন বাজার মহল্লার আব্দুস সামাদ (৫০)।

কবির হোসেন (২৫), আড়িংগাইল গ্রামের আয়শা বেগম (৬৫) ও আজিজা আক্তার রূপাকে বেকসুর খালাস দেন আদালত।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
--------------------------------------------------------

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, ২০১৪ সালের ২৫ জুন সকালে নিখোঁজ হয় চাটমোহর পৌর সদরের হারান মোড় মহল্লার বাসিন্দা ব্যবসায়ী আবুল হোসেনের চার বছরের শিশু সন্তান আব্দুল্লাহ্ আল নুর। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শিশুর বাবা আবুল হোসেন বাদী হয়ে রাতেই তার বাড়ির ভাড়াটিয়া সোহেল বিশ্বাস ও তার স্ত্রীসহ ছয়জনকে আসামি করে চাটমোহর থানায় মামলা করেন।

তিনি বলেন, নিখোঁজের দুই দিন পর উপজেলার ভাদড়া খেলার মাঠের দক্ষিণ পাশে জলমগ্ন আবাদি জমি থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় শিশু নুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ওইদিনই হত্যায় জড়িত সন্দেহে আবুল হোসেনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া সোহেল বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
X
Fresh