• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সীমান্তে চিহ্নিত ১৪ মাদক ব্যবসায়ী আটক

হিলি সংবাদদাতা

  ২৭ জুন ২০১৮, ১২:৫৮

দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান আরটিভি অনলাইনকে জানান, দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা মাদক মুক্ত করার জন্য বিজিবি অধিনায়কের নির্দেশে আজ ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাসুদেবপুর ক্যাম্পের আওতাধীন এলাকা থেকে নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

অপরদিকে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আওতাধীন এলাকা থেকে আরও ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা সকলেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
X
Fresh