• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অবৈধ অস্ত্র রাখায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি

  ২৬ জুন ২০১৮, ১৯:৫১

ঝালকাঠির সদর ইউনিয়ন শেখেরহাটে অবৈধ অস্ত্র রাখার দায়ে সাঈদুর রহমান স্বপন (৪৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকে.এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

সাঈদুর রহমান স্বপন ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমান খানের পুত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এম আলম খান কামাল বলেন, ২০১৪ সালের ৭ জানুয়ারি বরিশাল র‌্যাব-৮ এর একটি দল সন্ত্রাসী সাঈদুর রহমান স্বপনকে তার বাড়ি থেকে একটি অবৈধ পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে র‌্যাব-৮ এর তৎকালীন ডিএডি মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।

ঝালকাঠি থানার এসআই জাকির হোসেন ২০১৪ সালের ২৮ জানুয়ারি আদালতে অভিযোপত্র দায়ের করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামি পক্ষে আ. রশিদ সিকদার মামলা পরিচালনা করেন।

আরও পড়ুন:

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ডাক্তার নিহত

নরসিংদীতে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ স্কুলছাত্র নিহত​

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
X
Fresh