• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ডাক্তার নিহত

নওগাঁ সংবাদদাতা

  ২৬ জুন ২০১৮, ১৪:৫৯

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসাদুর রহমান নামের এক ডাক্তার নিহত হয়েছেন।

আজ(মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় নওগাঁর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ডা. আসাদুর রহমান ঢাকা বাসস্ট্যান্ড এলাকার প্রত্যাশা ক্লিনিকের মালিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ডা. আসাদুর রহমান মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিলেন। বাইপাস সড়কে পৌঁছলে ট্রাফিক পুলিশ লাইসেন্স দেখার জন্য তাকে দাঁড়াতে বললে, তিনি না থামিয়ে মোটরসাইকেল ঘুরাতে লাগলে বিপরীত দিক থেকে একটি মাল বোঝায় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এঘটনায় এলাকাবসীরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। তাদের দাবি, প্রায় প্রতিদিনই গাড়ি আটকিয়ে লাইসেন্স দেখার নাম করে ট্রাফিক পুলিশরা চাঁদাবাজি করে থাকেন। এ মৃত্যুর জন্য ট্রাফিক পুলিশকে দায়ী করেছেন এলাকাবাসী।

--------------------------------------------------------
আরও পড়ুন: চট্টগ্রামে অনিক হত্যা: দুই ভাই গ্রেপ্তার
--------------------------------------------------------

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
X
Fresh