• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ২৬ জুন ২০১৮, ১৪:১১

নরসিংদীতে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী হাসান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে মেহেদী হাসান মারা যায়।

সোমবার রাতে সাহেপ্রতাপের আজাদ ফিলিং স্টেশনের পেছনের মাঠে এ সংঘর্ষ হয়। নিহত মেহেদী হাসান স্থানীয় বাগহাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও সাহেপ্রতাপ এলাকার সুলতান মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পরিবারের স্বজনরা জানায়, রোববার ক্রিকেট খেলার একটি সিদ্ধান্ত নিয়ে মেহেদী ও তার ফুফাত ভাই সাঈদের মধ্যে মাঠে ঝগড়া হয়। পরবর্তীতে এলাকার লোকজন ও স্বজনরা একত্রিত হয়ে বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু সোমবার রাত ৮ টার দিকে সাঈদ ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মেহেদী ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: জামিনের পর ছাড়া পাননি, পরদিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
--------------------------------------------------------

আহতদের নরসিংদী জেলা ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেদী হাসান মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এই ঘটনায় নিহতের পিতা সুলতান মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
X
Fresh