• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাসিরনগর হামলা : ৮ জন রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ০৭ নভেম্বর ২০১৬, ১৯:২৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনায় প্রথম দফায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন আটজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহাবুবুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে নেয়া ব্যক্তিরা হলেন মামুন মিয়া, শাহীদ মিয়া, উজ্জ্বল মিয়া, ইয়ামিন মিয়া, রুনাইদ, খায়রুল মিয়া, বাবুল মিয়া ও ছোট্ট মিয়া।

এর আগে পুলিশ গ্রেপ্তার হওয়া ১১ জনকে রিমান্ডে নেয়ার আবেদন করে আদালতে। ব্রাহ্মণবাড়িয়ার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, ১১ জনকে তিনদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। এর মধ্যে আটজনকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

৩০ অক্টোবর নাসিরনগরে ১২টি মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজল দত্ত ও নির্মল দত্ত নাসিরনগর থানায় অজ্ঞাতপরিচয় দুই হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh