• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে আনা হচ্ছে রাতে, মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে পুলিশ

অনিক হত্যা মামলার দুই আসামি কলকাতায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ব্যুরো

  ২৫ জুন ২০১৮, ১৮:৪৫

চট্টগ্রামের চকবাজার এলাকায় খুন হওয়া অনিক হত্যা মামলায় দুই আসামিকে ভারতে গ্রেপ্তারের পর বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

সোমবার তাদের হস্তান্তর করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন।

গ্রেপ্তার মহিউদ্দিন তুষার মামলার প্রধান ও এখলাসুর রহমান ১০ নম্বর আসামি। তাদেরকে রাতেই চট্টগ্রামে আনা হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, দুই আসামি মামলার পরপর ভারতে চলে গিয়েছিল। কলকাতা পুলিশ তাদের ভিসা বাতিল করে আটক করেছে। বর্তমানে তুষারসহ দুইজনকে আমাদের হেফাজতে নিয়েছি। রাতের মধ্যে পুলিশ তাদের নিয়ে চট্টগ্রামে পৌছাবে। এ বিষয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাগলা কুকুরের কামড়ে মাগুরায় ৪ শিশুসহ আহত ১০
--------------------------------------------------------

প্রসঙ্গত, গত ১৭ জুন রাতে চট্টেশ্বরী রোডের মুখে প্রকাশ্যে খুন করা হয় এম আর অনিক নামের ২৬ বছর বয়সী এক যুবককে। এই ঘটনায় অনিকের বাবা মো. নাছির চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh