• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাগলা কুকুরের কামড়ে মাগুরায় ৪ শিশুসহ আহত ১০

মাগুরা প্রতিনিধি

  ২৫ জুন ২০১৮, ১৮:১০

মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে কুকুরের কামড়ে আহত হয়েছেন ৪ শিশুসহ ১০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন শিশুকে মাগুরা সদর হাসপাতালে ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ৪ শিশুসহ ১০ জনকে কুকুরে কামড়ে আহত করে। আক্রান্তদের মধ্যে গুরুতর জখম অবস্থায় বয়েজিদ, সোহান ও আলিফ নামে তিন শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিক নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, কুকুরে কামড়ানো গভীর ক্ষত নিয়ে আসা তিন শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় কাদিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, দ্রুত বেওয়ারিশ কুকুর নিধনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
X
Fresh