• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভয়াবহ হুমকির মুখে হালদা

কাজী মনজুরুল, চট্টগ্রাম

  ২৫ জুন ২০১৮, ১৩:১৮

দেশের রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। বর্তমানে ভরাট, দখল বিভিন্ন শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে ভয়াবহ হুমকির মুখে রয়েছে এ নদী। কারখানার দূষিত বর্জ্যের কারণে গেলো বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালদা নদীর বিভিন্ন জায়গায় মাছ মরে ভেসে উঠেছে। এর মধ্যে ১৫ কেজি ওজনের একটি মা মৃগেলও মারা গেছে। পাশাপাশি চিংড়ী, রুই, কাতলাসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে।

তবে আশার কথা হচ্ছে, বৃষ্টিপাত এবং জোয়ার ভাটার কারণে হালদা নদীতে শনিবার ও রোববার কোনো মাছ মরা যায়নি বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির গবেষক মো. মনজুরুল কিবরিয়া।

রোববার থেকে হালদার পানিতে দূষণের পরিমাণ উন্নতি হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নগর অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
--------------------------------------------------------
আরও পড়ুন : শিবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
--------------------------------------------------------

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির গবেষক মো. মনজুরুল কিবরিয়া আরটিভি অনলাইনকে বলেন, অক্সিজেন কমার পাশাপাশি নদীর পানিতে অ্যামোনিয়া বহু গুন বেড়ে গেছে। যারা কারণে মাছ মারা যাচ্ছে।