• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ওসির কাছে চাঁদা নিতে গিয়ে ছাত্রলীগের চার নেতাকর্মী আটক

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৪ জুন ২০১৮, ১৬:৩৯

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগ পরিচয়ে পুলিশের কাছে চাঁদা নিতে গেলে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে ময়মনসিংহের নান্দাইল থানা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক রয়েল, ছাত্রলীগকর্মী টিটু ও কামরুল।

ময়মনসিংহ জেলার (গৌরীপুর-নান্দাইল সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকি খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আজ রোববার সকাল দশটার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়ার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর টাকা নেয়ার জন্য ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে থানায় পাঠান।

তিনি আরও বলেন, তারা পুলিশকে চাঁদার টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকলে একপর্যায়ে পুলিশ চাঁদা নিতে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক রয়েল ও ছাত্রলীগকর্মী টিটু ও কামরুলকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ছাত্রলীগের ৪ কর্মী গুলিবিদ্ধ
শাবিপ্রবি ছাত্রলীগের সাবেকদের ইফতার মাহফিল
X
Fresh