• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর সিটি নির্বাচন: মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রচার প্রচারণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৮, ১২:০১

শেষ মুহূর্তের প্রচারে সরব হয়ে উঠেছে গাজীপুর সিটি। শেষ সময়ে নগরীর প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লায় প্রচারণার ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন আকর্ষণ করতে দিচ্ছেন উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি। আজ রোববার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রচার প্রচারণা।

রোববার সকালে নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, দ্বিতীয় দফায় তফসিল ঘোষণায় প্রার্থীরা প্রচারাভিযান চালানোর সময় পেয়েছেন মাত্র সাত দিন। তাই রোদ বৃষ্টি উপেক্ষা করে অবিরাম প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে যারা নির্বাচনী এলাকার বাসিন্দা নয় বা ভোটার নয় তাদের ২৩ জুন দিবাগত রাত ১২টার আগেই নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এছাড়া দিবাগত রাত ১২টা থেকে ২৭ জুন সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সিরাজগঞ্জে বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২
--------------------------------------------------------