• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ডাকাত দলের প্রধান নিহত

পাবনা প্রতিনিধি

  ২৪ জুন ২০১৮, ০৮:৪৯

পাবনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নিজাম মণ্ডল ওরফে বড় নিজাম (৪২) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নিজাম মণ্ডল বেড়া উপজেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের জিলাল মণ্ডলের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ঢালারচরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে শনিবার রাত ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলেও নিজাম গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে পর্যটন মোটেলে অভিযান, আটক দুই শতাধিক
--------------------------------------------------------

তিনি জানায়, নিজাম আন্তঃজেলা ডাকাতদলের প্রধান ছিল। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরণ মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য নিজামের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
X
Fresh