• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে ধরলা নদীতে জেলেদের জালে দুই ডলফিন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

  ২২ জুন ২০১৮, ২১:২৭

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলেদের জালে মিঠা পানির দুটি ডলফিন (শুশুক) ধরা পড়েছে। ডলফিন দুটির মধ্যে একটির ওজন ৫ মণ এবং অন্যটির ওজন ১ মণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ হাসিনা ধরলা সেতুর উত্তরে ধরলা নদীতে এ ডলফিন দুটি গোরকমণ্ডল গ্রামের বুলু বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাসের জালে ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা গোরকমণ্ডল এলাকায় ধরলা নদীতে মাছ ধরতে জাল ফেলে স্থানীয় জেলে নির্মল বিশ্বাস। এ সময় তার জালে আটকা পড়ে বিশাল আকারের একটি ডলফিন। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় জমায়। পরে জেলেরা ডলফিনটিকে ফুলবাড়ী উপজেলার বালারহাটে বিক্রির জন্য নিয়ে যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল
--------------------------------------------------------

ডলফিনটি দেখতে আসা আইনজীবী সাব্বির বিথী ফয়সাল জানান, প্রায় পাঁচ মণ ওজনের ডলফিনটি দেখতে এসে স্থানীয়রা সবাই মিলে এটি কিনতে চেয়েছিলেন। কিন্তু জেলেরা বালারহাটে তাদের নিজস্ব ক্রেতা রয়েছে বলে বিক্রি করেননি।

জেলে নির্মল বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকেলে ধরলা নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে সন্ধ্যার দিকে সেই জালে আটকা পড়ে ওই ডলফিন দুটি। পরে শুক্রবার সকালে চিলমারী উপজেলায় ডলফিন দুটি ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মূসা ডলফিন দুট ধরা পড়ার সত্যতা আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
কুড়িগ্রামে একই পরিবারের ৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি
কুড়িগ্রামে দৈনিক সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত
X
Fresh