• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল

শাহীন শাহ, টেকনাফ প্রতিনিধি

  ২২ জুন ২০১৮, ২১:০৫

কক্সবাজারের নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) যৌথ টহল পরিচালনা করে। আজ শুক্রবার (২২ জুন) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত এ যৌথটহল পরিচালনা করা হয়।

জানা গেছে, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মো. এনায়েত আলীর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল দুটি স্পিডবোটে এবং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনস্থ Magyichaung ক্যাম্পের Police Lieutenant Nyi Nyi Aung ঘুর ঘুর অঁহম এর নেতৃত্বে ১১ সদস্যের একটি টহলদল দুটি স্পিডবোটে বিআরএম-২ হতে বিআরএম-৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করে। সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যৌথটহল শেষে উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় করেন।

উল্লেখ্য, গত ৫, ১৪, ২০ ও ২৭ মার্চ এবং ২০ জুন এই ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি এবং হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে পাঁচটি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ দিন পর নাফ নদীতে মিলল জেলের মরদেহ
X
Fresh